SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার



নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৮ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদবদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার(২৩ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকার কনকর্ড সিটি আবাসিক প্রকল্পের সামনে একটি দূরপাল্লার বাস থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুরের সালথা থানার লাল মিয়ার ছেলে সাহেব আলী ওরফে রবিন (৩৬) ও একই এলাকার ফজলু মির্ধার ছেলে মো. সালমান (৩০)।

ওসি মফিজুর রহমান  বলেন, নারায়ণগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম বুধবার  সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে গ্রীন সেন্টমার্টিন নামের একটি  বাসের যাত্রীদের তল্লাশি করে দুইজনকে ইয়াবাসহ গ্রেফতার  করে আমাদের কাছে সোপর্দ করেছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো   হয়েছে।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন