SS TV live
SS News
wb_sunny

Breaking News

এস এম নজরুলের "তুমি আমি রাজি"

 


গীতিকার সালাউদ্দিন সাগরের কথায় 'তুমি আমি রাজি ' শিরোনামে এক ধামাকা গান নিয়ে আবারো হাজির হচ্ছেন এ সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী এস এম নজরুল। সালাউদ্দিন সাগরের কথায়,সুর করেছে পলক হাসান সুমন,সঙ্গীত আয়োজন করেছেন এ এন ফরহাদ ।

গানটি কোরিওগ্রাফি করেছেন হিরা সিকদার এডিটিং এ ছিলেন এস এম তুষার।কন্ঠশিল্পী এস এম নজরুল  বলেন, এবারের গানটি একটু ভিন্ন রকম, দর্শক এবার ভিন্ন স্বাদ পাবে।গানটি খুব শীগ্রই SM Nazrul ইউটিউব চ্যানেলে প্রকাশ হতে যাচ্ছে।

এস এম নজরুল বলেন,সব সময় আমি চেষ্টা করি একটু ভিন্ন রকম গান উপহার দেবার জন্য,তারই ধারাবাহিকতায় "তুমি আমি রাজি" গানটি আপনাদের সবার ভালো লাগবে।গানটি সাথে যারা সংশ্লিষ্ট যারাই ছিলেন খুবই পরিশ্রম করেছে।ধন্যবাদ সবাইকে।

গানটির নির্মাতা মনিরুল ইসলাম বলেন, 'তুমি আমি রাজি' গানটি এস এম নজরুল ভাই দারুন  গেয়েছেন ।বর্তমান সময়ের  সাথে তাল মিলিয়ে বিভিন্ন স্পটে গানটির মিউজিক ভিডিও  নির্মান করা হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে।গানটি তে অভিনয় করেছেন এই প্রজন্মের জনপ্রিয় মডেল প্রিয়া অনন্যা ও নিলয়

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন