SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে পাঁচ লাখ টাকা মূল্যের চোরাই কাঠসহ ট্রাক আটক



নারায়ণগঞ্জের সোনারগাঁও ফরেস্ট চেকপোস্টের সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহল চলাকালে আনুমানিক পাঁচ লাখ টাকা মূল্যের অবৈধ আকাশমনি রদ্দা কাঠসহ একটি ট্রাক আটক করেছেন।

বুধবার (২৩ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার আষাড়িয়ারচর এলাকা থেকে প্রায় ২০০ ঘনফুট চোরাই কাঠ উদ্ধার করা হয়।

জানা গেছে, কাঠবোঝাই ট্রাকটি ঢাকা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল। কাঠগুলো ত্রিপল দিয়ে ঢেকে রাখায় সন্দেহ হলে চেকপোস্ট সদস্যরা ট্রাকটি থামিয়ে তল্লাশি চালান। এসময় কাঠের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চালক ও হেলপার দৌড়ে পালিয়ে যান।

সোনারগাঁও স্টেশনের স্টেশন কর্মকর্তা আবু তাহের জানান, “নিয়মিত টহলের অংশ হিসেবে আমরা গাড়িটি থামিয়ে সার্চ করি। কাঠের কোনো বৈধ কাগজপত্র না থাকায় ট্রাকসহ কাঠ জব্দ করে অফিসে নিয়ে আসা হয়। গাড়ির নাম্বার ঢাকা মেট্রো-ড ১৪-৭১৩৫। বিষয়টি নিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”


Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন