SS TV live
SS News
wb_sunny

Breaking News

করোনাযুদ্ধা সানাউল্লাহ বেপারীর উপর হামলা



নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। হামলায় নারীসহ অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, দেশীয় অস্ত্রে সজ্জিত একদল সন্ত্রাসী ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও শ্লীলতাহানির মতো ঘটনা ঘটায়।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ জুন সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় নিলু নামের এক নারী সোনারগাঁ থানায় লিখিত অভিযোগে জানান, প্রতিবেশী আব্দুল কাদের, মো. জুয়েল (২৪), মো. তুহিন (২২), মো. শরীফ (৩৮), ইয়াছিন (৩৩), আব্দুস সাত্তার (৬৫), আমানুল্লাহ (৩০), কবির হোসেন, সামিম (৩২), হাসেল (২৫), সাইদুল (২০) ও তাদের সহযোগী আরও ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি একযোগে তার বাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা লোহার রড, চাপাতি, চাইনিজ কুড়াল, এসএস পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে ঘরের দরজা-জানালা ভাঙচুর করে প্রায় ৭০-৮০ হাজার টাকার মালামালের ক্ষতি করে। হামলার একপর্যায়ে তারা নিলুর ভাই খোরশেদ আলম, মোশারফ হোসেন, সানাউল্লাহ, জানে আলম, তোফাজ্জল হোসেনসহ পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে জখম করা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা নিলুর বোনের গলা থেকে এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়, যার মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা। পাশাপাশি তার বোনকে শ্লীলতাহানির চেষ্টা করে। হামলার সময় ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় এবং যাবার সময় প্রাণনাশের হুমকি দিয়ে যায়।

আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন