সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
'ভোক্তা হলে সচেতন, বন্ধ হবে অনিয়ম' এই স্লোগানে সোনারগাঁয়ে ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে কনসাস কনজুমার সোসাইটি'র পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) বিকেল ৪টায় সোনারগাঁ জিআর ইন্সটিটিউট অডিটোরিয়ামে সাংবাদিক কামরুজ্জামান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসাস কনজুমার সোসাইটি (সিসিএ) এর নারায়ণগঞ্জ জেলার কো-কো-অর্ডিনেটর মনিরুল ইসলাম মনি।
তিনি বলেন, 'জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে ২০১৩ সাল থেকে দেশের ৬৪ জেলায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সোনারগাঁয়ে নানামুখী ভোক্তা হয়রানি বন্ধে সচেতনতা তৈরীর কাজ করতেই আজকের এই আলোচনা সভা'।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শুভ,দৈনিক এশিয়া বানীর সোনারগাঁ প্রতিনিধি এসএম মিঠু,দৈনিক কালবেলার সোনারগাঁ প্রতিনিধি রুবেল মিয়া, দৈনিক একুশে নিউজের সোনারগাঁ প্রতিনিধি তরিকুল ইসলাম প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন