SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে ইউএনও ও ওসি’র নাম ভাঙিয়ে প্রতারণা: প্রশাসনের সতর্কবার্তা

 


নারায়নগঞ্জ সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা রহমান এবং অফিসার ইন চার্জ (ওসি) এর নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র সাধারণ জনগণের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।

প্রতারক চক্রটি ০১৬২২৬১৪৬০৮ নম্বর ব্যবহার করে ফোন কলের মাধ্যমে নিজেকে ইউএনও বা ওসি’র প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে টাকার দাবি করছে বলে জানা গেছে।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সতর্কতা জারি করা হয়েছে। সোনারগাঁও উপজেলার অফিসিয়াল ফেসবুক আইডি ‘Uno Sonargaon Narayanganj’ থেকে দেওয়া একটি পোস্টে জানানো হয়:

“সম্মানিত সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিম্নলিখিত মোবাইল নাম্বার হতে একটি প্রতারক চক্র উপজেলা নির্বাহী অফিসার, সোনারগাঁও এবং অফিসার ইন চার্জ, সোনারগাঁও এর নাম করে টাকা হাতিয়ে নিচ্ছে। এই বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।”

পোস্ট লিংক: https://www.facebook.com/share/p/1EFLQb5FJi/

উল্লেখ্য, ইউএনও ফারজানা রহমান বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন এবং সংশ্লিষ্ট প্রতারক চক্রের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সোনারগাঁ উপজেলা প্রশাসন ও থানা কর্তৃপক্ষ সাধারণ জনগণকে অনুরোধ জানিয়েছে, কেউ যেন এসব ফোন কলের ফাঁদে পা না দেন এবং কোনোভাবেই আর্থিক লেনদেন না করেন। সন্দেহজনক কোনো ফোন কল পেলে দ্রুত নিকটস্থ থানায় অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, প্রতারক চক্রকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা প্রদানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে।


Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন