SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন



বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে নববর্ষ উদযাপন অনুষ্ঠান। শনিবার সকাল থেকে দিনব্যাপী আয়োজনে ছিল নানা আয়োজন, ঐতিহ্যবাহী খাবার, সাংস্কৃতিক পরিবেশনা ও আনন্দঘন পরিবেশ।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন। আয়োজনে ছিলেন  বিদ্যালয় এর পরিচালক দেলোয়ার হোসেন, মোঃ রাশেদুল ইসলাম, পীর মোহাম্মদ, খায়রুল আলম, অধ্যক্ষ মোঃ মনসুর, রেক্টর ইঞ্জিনিয়ার মোঃ আমিনুল ইসলাম, এবং আরো উপস্থিত ছিলেন আজিজুর রহমান মেম্বার, জিয়াউর রহমান, নাসির উদ্দিন, গাজী সুমন, মোস্তফা মাস্টার, আব্দুল মজিদ মোল্লা, সাইদুর রহমান ও সাহিদুল ইসলাম।

নববর্ষ উদযাপন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ ছিল বর্ণিল সাজে সজ্জিত। পান্তা-ইলিশ, মুড়ি-মুড়কি, খই, জিলাপি, উখড়া, তরমুজসহ নানা রকম দেশীয় খাবারের আয়োজন ছিল অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়।

বিদ্যালয়ের সভাপতি বলেন, “বাংলা নববর্ষ কেবল একটি দিন নয়, এটি বাঙালির চিরায়ত সংস্কৃতির ধারক ও বাহক। আমরা চাই নতুন প্রজন্ম এই ঐতিহ্যকে ধারণ করুক, গর্ব করুক নিজের শেকড় নিয়ে।”অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং অভিভাবকরা।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন